
সাঈদ ইবনে আলী আল কাহতানী
Biography
কাহতানি ১৯৫২ সালে আসির অঞ্চলের আল-আরিন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল-কাহতানি রিয়াদের ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটির কলেজ অফ ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন থেকে ডক্টরেট পেয়েছেন, যেটিকে একটি সালাফি/সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান বলে মনে করা হয়। পরে, তিনি সৌদি আরবে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
Books
Sort by: