প্রফেসর ড. আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসি
Biography
প্রফেসর ড. আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসি ১৯৫৫ সালের ১৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ এর নাকবার সময় তাঁর পরিবার বায়তুল মাকদিস থেকে হিজরত করতে বাধ্য হয়। হিজরত কালে তার তিনজন ভাই-বোন ইন্তেকাল করেন। যায়নবাদী শত্রুদের বিরুদ্ধে লড়াই করে কারামেহের যুদ্ধে শাহাদাত বরণ করেন আরেক ভাই। ছয় ভাইবোনের মাঝে বর্তমানে একমাত্র তিনিই জীবিত রয়েছেন। বসবাস করছেন লন্ডনে।
শিক্ষাজীবনে PhD অর্জন করেন লন্ডনের exeter university থেকে ১৯৮৬ সালে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করছেন প্রায় পঁয়ত্রি বছর যাবৎ। এছাড়াও যুক্তরাজ্যের royal historical society-র ফেলো হিসেবেও দায়িত্ব পালন করছেন।
২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার utara university-র ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তুরস্কের ankara university-তে। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক শিক্ষকতা জীবন থেকে অব্যাহতি নেন।
বায়তুল মাকদিস মুক্তির জ্ঞানতাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯০ সালে প্রতিষ্ঠাতা করেন গ্লোবাল সিভিলাইজেশন নলেজ প্রজেক্ট ফর বায়তুল মাকদিস। একাডেমিক জগতে এর বিশেষায়িত শাখাও প্রতিষ্ঠা করেন ১৯৯৪ সালে বায়তুল মাকদিস স্টাডিজ নামে। বায়তুল মাকদিস কেন্দ্রিক জ্ঞানতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তার নামের পাশে উপাধি হিসেবে যুক্ত হয়েছে ‘আল-মাকদিসি’।