ড. মুনির উদ্দিন আহমেদ (বাদল)

Biography

ড. মুনির উদ্দিন আহমেদ (বাদল) জন্মেছেন শেরপুর জেলায়। আইনজীবী বাবাও গৃহিনী মায়ের পাঁচ সন্তানের মধ্যে মেজো ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মােইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন অস্ট্রোলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে মলিকুলার ইপিডেমাইওলজিতে পিএইচডি করেছেণ। কাজ করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র এবং পরমাণু শক্তি কমিশনে। বর্তমান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক স্ত্রী মোহসিনা হক ও ছেলে মাহরুস আহমেদকে নিয়ে সংসার। নেতৃত্বের প্রাথমিক বোঝাপড়া প্রথম প্রকাশিত গ্রন্থ।

Books

Sort by: