আবিদ ইকবাল

Biography

জন্ম ও বেড়ে ওঠা ঢাকা বিভাগে। পড়াশোনা গণযোগাযোগ ও সাংবাদিকতায়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মনোনিবেশ করেছেন চিন্তা-পাঠ ও গবেষণায়। তার আগ্রহ দর্শন, অর্থনীতি ও সমাজ নিয়ে। স্বপ্ন দেখেন সমাজটাকে সুন্দরের পথে এগিয়ে নেবার। প্রায় এক দশক ধরে তিনি সমাজের সমস্যাগুলো পর্যবেক্ষণ করছেন খুব কাছ থেকে। ক্যাম্পাস জীবনে শত রকম অস্থিরতার সাক্ষী হয়েছেন। দেখেছেন বুদ্ধিবৃত্তিক টালবাহানা। মেধাবী তরুণ-তরুণীগুলো কথার মার-প্যাঁচে, তত্ত্বের ছলচাতুরিতে ছিটকে পড়ছে খাদের কিনারায়। তার ওপর শিক্ষকদের বাকওয়াজ পালে হাওয়া লাগায়। এতে তরুণরা ভুগছে সীমাহীন দোলাচলে। তাদের স্বাধীন কোনো মতামত নেই। নেই নিজস্ব কোনো বোঝা-পড়া। আবিদ ইকবাল বৃত্তের বাইরে গিয়ে ভাবেন। বিদ্যমান তত্ত্ব-চিন্তাকে প্রশ্ন করেন। তথাকথিত বুদ্ধিবৃত্তিক তৎপরতাকে ঈগলের চোখে দেখেন। তারপর দাঁড় করান ভিন্ন বয়ান; বিশ্বাসের তুলিতে আঁকেন আলাদা এক দৃষ্টিভঙ্গি। আবিদ ইকবাল আবার ফিরে আসবে আপনার কাছে—নতুন কোনো আলাপ নিয়ে। উদীয়মান এ কথা-সাহিত্যিকের প্রথম বই মনে মনে প্রধানমন্ত্রী। আশা করছি সাহিত্যের এ ঢং পাঠকের ভালোবাসা কুড়াবে।

Books

Sort by: